লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে চুরি ও হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে এগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সরিষাবাড়ী থানায় আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া উপস্থিত মালিকদের কাছে তাদের হারানো মোবাইল হস্তান্তর করেন।
এসময় সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা ও মোবাইল মালিকরা উপস্থিত ছিলেন।
ওসি মো. চাঁদ মিয়া জানান, চলতি ফেব্রুয়ারি মাসে মোবাইল চুরি ও হারানোর ঘটনায় থানায় মোট ৩৬টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০টি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়। তিনি আরও জানান, হারানো মোবাইল উদ্ধারে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।