নাজমুল হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
রাণীশংকৈলে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার দুই জন। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা স্বাধীন বসাক (৩০) তিনি পৌর শহরের বিষ্ণু বসাক এর ছেলে, অপরদিকে অন্যজন হলেন যুবলীগ নেতা লুৎফর রহমান,তিনি বাচোর ইউনিয়নের দোশিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানা পুলিশ বলেন,শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিজান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের দুই নেতাকর্মীকে বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহা:আরশেদুল হক জানান, বিস্ফোরক দ্রব্য আইনে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নাজমুল হোসেন
রাণীশংকৈল ঠাকুরগাঁও