মোস্তাফিজুর রহমান,গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি):
গাইবান্ধা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ফলিয়া দিগর গ্রামের বাসিন্দা মঞ্জুরুল হাসান সুমন।

শনিবার ২২শে ফেব্রুয়ারি রাতে সাঘাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুমন জানান, তিনি ২২ শতাংশ জমি ক্রয় করেন, যার মধ্যে তার দুই সহোদরের ১৪.৬৬ শতাংশ জমি মাহমুদ হাসান রিপন কিনে নেন। তবে তিনি অবৈধভাবে সুমনের ৭.৩৩ শতাংশ জমি দখল করে নেন এবং ওই জমির কিছু অংশ দিয়ে সাবেক এমপির মায়ের নামে একটি স্বাস্থ্য কেন্দ্র যাওয়ার রাস্তা নির্মাণ করেন।
সুমন আরও অভিযোগ করেন, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলেও তিনি ন্যায়বিচার পাননি। এমনকি আদালতে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগের কারণে এমপি রিপনের ঘনিষ্ঠ সহযোগী খন্দকার ইকবাল হোসেন, শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, আতাউর রহমান ও মতিয়ার রহমান টুকু তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং নারী ও শিশুদের মারধর করেছে বলেও তিনি দাবি করেন।
সুমন এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মোঃ মোস্তাফিজুর রহমান