মাসুম মিয়া, জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, শনিবার বিদ্রোহী হলের পাশে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ১০তলা ভবনে কাজ করার সময় ইব্রাহিম ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।