পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় গরিব অসহায় জুম্মত হোসেন (২৪) নামের এক ভ্যান চালকের উপার্জনের শেষ সম্বল ভ্যানটি চুরি হয়ে গেছে।
গতকাল বুধবার বিকেলে আনুমানিক সাড়ে চারটার দিকে পৌর বাজারের আল-মদিনা মার্কেট সংলগ্ন ও পুরাতন হাসপাতাল এর সামনে থেকে ভ্যানটি চুরি হয়ে যায়। জুম্মত হোসেন উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মৃত সোবহান সরদারের ছেলে। ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় জুম্মত হোসেন কান্নায় ভেঙে পড়েন। জুম্মত হোসেন উপজেলার লস্কর ইউনিয়নে শুশুর বাড়ি থাকেন। তার শশুর বাড়ির স্বজনরা আশা সমিতি থেকে লোন করিয়ে ইঞ্জিন চালিত ভ্যানটি ক্রয় করে দেন।সে লোনটি এখনো চলমান রয়েছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস গরিব অসহায়ের উপার্জনের শেষ সম্বল ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তিনি শুশুর বাড়ির আত্নীয় স্বজনের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন।
ভ্যান চালক জুম্মত হোসেন প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।তার উপার্জনের একমাত্র সম্বল ভ্যানটি ফিরে পেতে।
শাহরিয়ার কবির,