রিপন মারমা রাঙ্গামাটি
রাঙ্গামাটি কাপ্তাই ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বড়ুইছড়ি এলাকার মোঃ মাসুদ (৩৩) নামে এক যুবক পারিবারিক কলহের জেরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।নিজ বাড়ি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা সংবাদ পেয়ে কাপ্তাই থানার পুলিশ হাসপাতালে আসেন।
এ বিষয়ে কাপ্তাই থানা অফিসার ইনর্চাজ (তদন্ত) মো: ওলি উল্লাহ বলেন,আমরা মৃতদেহ শুরুতহাল গ্রহণ করেছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহতের যুবক মাদকাসক্ত ও নিয়মিত মদপানের অভ্যাস ছিল। স্ত্রী মদপানে নিষেধ করার কারনে সে অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।