রায়পুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধ্য কেরালা বাসিন্দা লকিতুল্লাহ মাওলানা সাহেবের বাড়ির কামাল হোসনের ছোট ছেলে আবদুল কাইয়ুম ( ২বছর) ইফতারের কিছু সময় পূর্বে বাড়ির পূর্বপাশে পুকুরে পরে যায়। ঘটনাস্থলে তাকে উদার করা হয় পানি থেকে সাথে সাথে শিশুটির বাবা জানতে পেরে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইমারজেন্সি তে নিয়ে আসেন।
ইমারজেন্সি নিয়ে আসার পর ইমারজেন্সি মেডিকেল অফিসার জনাব ডা: মাহির হোসেন জানান শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মারা গিয়েছে।
মোহাম্মদ কামাল হোসেন পেশায় দিন মুজুর। ৪ সন্তানের জনক সে। তার ছোট ছেলে কাইয়ুম মারা যাওয়ার কিছু খন পূর্বে তার সাথে খেলা করেছিলো। কামাল সাহেব তাকে বাসায় রেখে আসর নামাজে গিয়েছে বাড়িতে পৌঁছার পূর্বেই জানতে পারে তার ছোট ছেলে পানিতে পরেছে।
পানিতে পরার সংবাদ পেয়ে রাস্তা থেকে দৌড়ে ছুটে আসে কামাল সাহেব।