মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
৮ মার্চ (শনিবার) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসাহাক আলী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক ও আনসার ভিডিপি অফিসার শাহেনা বেগম।
বক্তারা নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং নারীদের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। নারী উন্নয়নের পথে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।