সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয় লাভ করেছে। ১৪ সদস্য বিশিষ্ট পদের ৯ টিতে জয় পেয়েছেন তারা। মোট ৬০৭ জন ভোটারের মধ্যে কাস্ট হয়েছে ৫২৮টি ভোট।
সভাপতি পদে গতবারের আওয়ামী সমর্থিত প্রার্থী এবার মো. সহিদুল আলম শহীদ ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আহমেদ পেয়েছেন ৮০ ভোট। সহ-সভাপতি পদে দুটির একটিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী মো. মানিক ২৯৯ ভোট পেয়ে প্রথম স্থান লাভ করেন এবং ২৯৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেন মো. আব্দুর রাশিদ ভূঞা।
সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন ২৯১ ভোট পেয়ে জয় লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গতবারের আওয়ামী সমর্থিত প্রার্থী শেখ শহিদুল ইসলাম হুমায়ুন পেয়েছেন ১৩৪ ভোট।
সহ-সাধারন সম্পাদক এর দুটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী নদিরা সুলতানা সোমা ২৫১ ভোট পেয়ে এবং শাহিনুর কলি ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল বোখারী লাইব্রেরী সম্পাদক পদে ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হন, সাংস্কৃতিক সম্পাদক পদে এ. এম. ছাজ্জাদুল হক ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হন এবং অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আল-আমীন পেয়েছেন ২৪৬ ভোট।
সদস্য পদের ৫টিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন কফিল উদ্দিন, মো. আবু তাহের হারুন, মোহাম্মদ আহসানুজ্জামান নাসির, মো. সারোয়ার জাহান সানি এবং সোহাগ মিয়া। এদের মধ্যে মো. আবু তাহের হারুন এবং মোহাম্মদ আহসানুজ্জামান নাসির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী ছিলেন।
বুধবার (৫ মার্চ) সকাল দশটা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ কার্যক্রম। পরে রাত পৌনে বারোটার সময় কিশোরগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এ নির্বাচন ।