মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না রাখায় খোরশেদ ভেরাইটিজ স্টোর নামে এক মুদি দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এ অভিযান সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারের মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ মজুদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকানিকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া ইফতারি সামগ্রী প্রস্তুতে কোনো ধরনের রং, পোড়া তেল ব্যবহার না করা এবং স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি তৈরি করে ঢেকে রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয় এবং তদারকি করা হয়।
পাশাপাশি, যানজট নিরসনে রাস্তার দুপাশের ফুটপাতে থাকা কিছু ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয় এবং বাকীগুলোকেও একইদিনের মধ্যেই সরিয়ে নেয়ার জন্য বলা হয়। এর পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে মর্মে সতর্ক করা হয়।
তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরণের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।