এস. কে রাসেল (মানিকগঞ্জ)
তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ দৌলতপুরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি বের করা হয়, যা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ নুরুজ্জামান হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম । তিনি তার বক্তব্যে বলেন,”ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণই গণতন্ত্রকে সচল রাখে।
প্রতিটি নাগরিকের ভোট দেওয়া শুধু অধিকার নয়,দায়িত্বও বটে। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করি। ভোটাররা যেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।”
তিনি আরও বলেন,”জাতীয় ভোটার দিবসের মাধ্যমে আমরা ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে চাই। নতুন ভোটারদের নিবন্ধন এবং সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাও আমাদের লক্ষ্য।” উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৫৪১৯১ জন,তার মধ্যে পুরুষ ভোটার ৭৭৭৭১ জন, মহিলা ভোটার সংখ্যা ৭৬৪২০ জন ও হিজড়া ০ জন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী নির্বাচন অফিসার মোঃ সাদ্দাম হোসেন ,সমাজসেবা অফিসার মোঃ মাসুদুর রহমান , মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী ,মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর ফিরোজ ,উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম ,সাংবাদিক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক এস.কে রাসেল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।