গাইবান্ধা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং জামালপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন ও পবিত্র রমাদ্বন মাসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব জামায়াতে ইসলামী ৪ নং জামালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বড় জামালপুর চৌধুরী বাজার সংলগ্ন নতুন অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামাতে ইসলামী ৪ নং জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ মেজবাহুল ইসলাম রাশেদ। প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথি মাওলানা সিরাজুল ইসলামসহ কর্ম পরিষদের সদস্যবৃন্দ। আমন্ত্রিত অতিথি ইউনিয়ন টিম সদস্য ও ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।
সঞ্চালনা করেন ৪ নং জামালপুর ইউনিয়ন শাখা আলহাজ্ব মাওলানা শামসুজ্জামান একরাম সেক্রেটারি।
প্রধান অতিথি তার বক্তব্যে জনগণের উদ্দেশ্যে জামাতে ইসলামীর কর্মকাণ্ড ও আগামী পরিকল্পনা তুলে ধরেন এবং জাতীয় নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করে বক্তব্য সমাপ্তি করেন।