জয়পুরহাট জেলা প্রতিনিধি,
জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট এলাকায় বগুড়া থেকে মোলামগাড়ি আসার পথে আনুমানিক সন্ধ্যা ৬:২৫ ঘটিকায় ট্রাক ও মটরসাইকেলের সংঘর্ষে কুজাইল গ্রামের আফাজ উদ্দিনের ছেলে, গ্রামের নবিউল ইসলাম (৪২) ঘটনাস্থলে নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে নিহত নবিউল ইসলাম তার কর্মস্থল বগুড়া থেকে বাসায় আসার পথে মোলামগাড়ি হাট পৌছালে মটর সাইকেল কে পিছন থেকে ভটভটি আঘাত করলে ঘটনাস্থলে ছিটকে পরে জয়পুরহাট থেকে বগুড়া গামী ট্রাকের নিচে চাপা পরে মাথা থেতলে গিয়ে ঘটনা স্থলে নিহত হন।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরই পুলিশ এবং স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মোলামগাড়িহাট এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে, পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দায়ের করলে অধিকতর তদন্ত করে দোষী চালকের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্হা গ্রহণ করা হবে।