মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধূরী তুহিনের মুক্তি ও মিথ্যা বানোয়াট গায়েবি মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন হয়েছে।
রবিবার (০৪ মে/২৫) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার বাটার মোড়ে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।
উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু বলেন, বিগত শৈ^রাচার শেখ হাসিনার আমলে তারা এক কলমের খোঁচায় সকল মামলার জামিন পেয়েছেন। আমাদের ভরসা ছিলো গণবিপ্লবের পরে ভালো সরকার প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই সরকারের আমলেও আশানূরুপ বিচার পেলামনা। বৈশম্যের স্বিকার হচ্ছে জিয়া পরিবার। বর্তমান গণতান্ত্রিক দেশে আমাদের নেতা তুহিন কেন মুক্তি পাবে না? এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন।
তিনি আরও বলেন, এই মানববন্ধনের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, তুহিন ভাই ডোমার-ডিমলার একজন বলিষ্ঠ নেতা। দ্রুততম সময়ে তাকে জামিন দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া নাহলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। শুধু নীলফামারী নয় পুরো উত্তরাঅঞ্চল অচল করে দিবো আমরা।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার,সদস্য সচিব রইসুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, শ্রমিক দলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব লোকমান হোসেন লাবলু, মহিলা দলের সভাপতি আসমা তারা লাকী,সাধারণ সম্পাদক শাহানারা বিধি, ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, তাঁতীদলের আহবায়ক সৈয়দ নুরনবী নয়ন সহ ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।