শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩০ কেজি চালের ভিডাব্লিউবি (Vulnerable Group Feeding) কার্ডের উপকারভোগী হিসেবে ৪১০ জন দরিদ্র নারীর চূড়ান্ত তালিকা চূড়ান্ত করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন।
চাঁদখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে মোট ১,৬২৯ জন দরিদ্র নারী অনলাইনের মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে সরকার নির্ধারিত ৪১০ জনকে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন
- সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক
- প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়
- উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা
- পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন
- পাইকগাছা থানার এসআই নুর আলম
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, বর্তমান সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক আবুল হাশেমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ সরদার, ইউপি সচিব জিএম আব্বাস উদ্দিন, ইউপি সদস্য ও মহিলা সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে দরিদ্র নারীদের মাঝে স্বচ্ছতা ও সমতার ভিত্তিতে সাহায্য পৌঁছে দেওয়ার প্রয়াস প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মাঝে।