মোঃ হামিদুর রহমান লিমন, ক্রাইম রিপোর্টার:
রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের হরকলি ফাজিল ডিগ্রি মাদরাসার পাশে অবস্থিত বড় পুকুরটি সৌন্দর্য হারিয়েছে, কারণ এর সামনের অংশ ইজারা দিয়ে গোডাউন নির্মাণ করা হয়েছে। স্থানীয় জনগণ পুকুরপাড়ের সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি তুলেছে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে পুকুরটির উন্নয়নে প্রায় ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ঘাটলা, সৌন্দর্যায়ন, হাঁটার পথ, আসন বেঞ্চি ও পাড় সংস্কার করার কথা রয়েছে। তবে অভিযোগ উঠেছে, মাদরাসার অধ্যক্ষ স্থানীয়দের মতামত না নিয়েই এই উন্নয়ন কাজ এড়িয়ে উমরাহ পালনে সৌদি আরব গেছেন।
স্থানীয় প্রবীণরা জানান, মরহুম মহফেল উদ্দিন, মাওলানা রুহুল আমিন, আবুল হোসেনসহ অনেক কৃতী ব্যক্তি একত্রিত হয়ে মাদরাসা, খেলার মাঠ, মসজিদ, কবরস্থান, বাজার ও এই পুকুরটি খনন করে পাকা ঘাট স্থাপন করেছিলেন। কিন্তু বর্তমানে সেই ঘাট ভেঙে সেখানে গোডাউন নির্মাণ করা হয়েছে, যা পুকুরের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করেছে।
এ বিষয়ে মাদরাসার সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানতাম না। আমাকে জানানো হয়নি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” স্থানীয় জনগণের দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে পুকুরের সৌন্দর্য ফিরিয়ে আনা হোক।