নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি) কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। দলের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নুরুল হুদা সুমন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন মোঃ নাজমুল হাসান, আবু হানিফ, মোজাম্মেল হক ও মোঃ শাহিন আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ হযরত আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ কবীর।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাছির উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা। প্রচার সম্পাদক হয়েছেন মোঃ সাদ্দাম এবং সহ-প্রচার সম্পাদক মোঃ সুজন মিয়া।
কমিটিতে আরও রয়েছেন অর্থ সম্পাদক মোঃ সোনাহার, আইন সম্পাদক মোঃ হুমায়ুন আজাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ ছফের আলী, আন্তর্জাতিক সম্পাদক মোঃ ইসমাইল, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আশিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ এমদাদুল হক, শিল্প বিষয়ক সম্পাদক মোঃ সবুজ মিয়া, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোস্তফা এবং কৃষি সম্পাদক মোঃ ইউনুস আলী।
শিক্ষা, পরিবহন, স্বাস্থ্য, ক্রীড়া, বন ও পরিবেশ, মৎস্য ও পশুসম্পদ, যোগাযোগ, মুক্তিযুদ্ধ, নারী ও যুব উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের ওপর দায়িত্বপ্রাপ্ত সম্পাদক এবং সদস্যদের সমন্বয়ে গঠিত এ কমিটির মেয়াদ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাবেদ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।