শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে মধুখালী বাজার ও মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে ইটবোঝাই একটি পিকআপ ভ্যান পার হওয়ার সময় পুরোনো একটি কালভার্ট ধসে পড়ে। এতে গাড়িটি খাদে পড়ে গেলেও চালক ও হেলপার অক্ষত রয়েছেন।
বুধবার (৭ মে) বিকালে এ দুর্ঘটনা ঘটে। ভাঙা কালভার্টটি ১৯৯০-৯১ অর্থবছরে ‘থার্ড ফিশারিজ প্রকল্প’ এর আওতায় নির্মিত হয়েছিল। মূলত মৎস্য খাতের উন্নয়নের উদ্দেশ্যে গঠিত এ প্রকল্পের অবকাঠামো উন্নয়ন অংশ হিসেবে কিছু এলাকায় কালভার্ট নির্মাণ করা হয়েছিল।
দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে কালভার্টটি দুর্বল হয়ে পড়েছিল বলে স্থানীয়রা জানান। এ দুর্ঘটনার ফলে মধুখালীসহ আশপাশের অন্তত ছয়-সাতটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা নিশান বিশ্বাস বলেন, “কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”
ইউনিয়ন পরিষদের সদস্য চম্পক বিশ্বাস জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কালভার্টটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে বিকল্প যোগাযোগের ব্যবস্থাও গ্রহণ করা হবে।”
এলাকাবাসী অবিলম্বে কালভার্টটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে করে যাতায়াতে স্বাভাবিকতা ফিরে আসে এবং ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না ঘটে।