শাব্বির এলাহী, কমলগঞ্জ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ভায়া রামেশ্বরপুর সড়কে ইটের খোয়ার পরিবর্তে ইটের গুড়া ব্যবহার করে সড়ক সংস্কার কাজ করছিলেন সংশ্লিষ্ট ঠিকাদার। স্থানীয়দের অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ইউএনও নিজেই পরিদর্শনে গিয়ে কাজের মান ও অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন। তিনি ইটের নমুনা ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ দেন এবং ঠিকাদারের মনোনীত কাজের তদারককারী মাওলানা হেলাল আহমদকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। একই সঙ্গে রিপোর্ট না আসা পর্যন্ত সড়কের সকল কাজ বন্ধ রাখার নির্দেশও দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধিরা ও স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা কবি ও সাংবাদিক আবদুল হাই ইদ্রিছী জানান, “ইটের খোয়ার পরিবর্তে গুড়া দিয়ে সড়ক সংস্কার হচ্ছে—এমন অভিযোগ এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশের পরও এলজিইডি পদক্ষেপ নেয়নি। পরে ইউএনও স্বপ্রণোদিত হয়ে কার্যকর উদ্যোগ নেন।”
ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, “জনগুরুত্বপূর্ণ এই সড়কে অনিয়ম বরদাশত করা হবে না। ইটের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কাজ স্থগিত থাকবে। আমরা চাই উন্নয়ন হোক, তবে সেটা যেন হয় স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে। দেশের চেহারা পাল্টাতে হলে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।”
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ইউএনও’র এমন তৎপরতা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থার জায়গা তৈরি করেছে বলে মত দিয়েছেন অনেকে।