বরিশাল প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড এবং ১টি স্পিডবোট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একই অভিযানে ৬ জনকে আটক এবং তাদের কাছ থেকে নগদ ১ কোটি ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ মে) রাতে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের আওতায় হিজলার ইলিশা, কালিগঞ্জ ও আশপাশের এলাকায় মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন কোস্টগার্ডের একটি বিশেষ দল।
কোস্টগার্ড মিডিয়া সেলের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন—আবুল বাসেত (৫০), জান্নাতুল বাকী (২৪), মহিউদ্দিন (৪৮), সৈকত (২১), রাব্বিল দেওয়ান (৩০) এবং মাসুদ হোসেন (২৪)।
অভিযানের সময় বালু উত্তোলনের সরঞ্জামাদিসহ তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযান শেষে আটককৃতদের এবং জব্দকৃত সামগ্রী ও অর্থ সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড সূত্র।
অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা থাকায় এলাকাবাসীর মাঝে দীর্ঘদিন ধরে উদ্বেগ ছিল। এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।