দেওয়ান মাসুকুর রহমান,
বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ক্ষুদ্র বাজারে পণ্যের পরিবহনের সময় অতিরিক্ত ‘রশিদ ফি’ আদায়কে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। বিশেষ করে ডিস্ট্রিবিউশন ব্যবসায়ী ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা নিয়মিত এ ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ব্যবসায়ীরা জানান, পণ্য পরিবহনের জন্য টমটম বা পিকআপ গাড়ি বাজারে প্রবেশ করলেই বাজার ইজারাদারের লোকজন ‘রশিদ’ নামে টাকা আদায় করে থাকেন। এমনকি একটি ছোট কার্টনে অল্প কিছু পণ্য দোকানে সরবরাহ করলেও দিতে হচ্ছে ৩০ টাকা পর্যন্ত।
রশিদে থাকা নম্বরে ফোন দিলে উঠে ইজারাদারের স্পষ্ট বক্তব্য
দৈনিক ‘দে-শ বুলেটিন’-এর সাংবাদিক দেওয়ান মাসুকুর রহমান রশিদে উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করলে এক ইজারাদার বলেন, “আমরা বাজার ডাক এনেছি। আপনার কিছু জানার থাকলে উপজেলা ইউএনও স্যারের সঙ্গে কথা বলেন।”
এমন বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের অভিযোগ, বাজার ইজারাদারের লোকজন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে এভাবে চাঁদাবাজি করে আসছে। এ নিয়ে কথা বললে অনেক সময় অপমানজনক আচরণ এবং হুমকিও দেওয়া হয়।
জনমনে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কোনো নির্ধারিত সরকারি হার ছাড়াই নিজের মতো করে ‘রশিদ ফি’ আদায় করা হচ্ছে। বাজার কমিটির নিয়ন্ত্রণে থাকা এই চাঁদাবাজি বন্ধে দ্রুত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষ।
স্থানীয়দের ভাষায়, “বাজারের নামে গরিব ব্যবসায়ী ও ডেলিভারিম্যানদের কাছ থেকে এভাবে অর্থ আদায় অত্যন্ত অমানবিক। আমরা চাই—প্রশাসন কঠোরভাবে এই বিষয়ে ব্যবস্থা নিক।”