কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:
আমার দেশ সম্পাদক ও মজলুম প্রকাশক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মানববন্ধন করা হয়েছে।
শনিবার ২৬ এপ্রিল সকাল ১০:০০টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টেলিভশনের মালিক মোস্তফা কামাল কর্তৃক আমার দেশের সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
আমার দেশ কাঠালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ফয়সাল আহম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ শফিউল আজম টুটুল, কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, উপজেলা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তুষার, এনএনসি সভাপতি আলহাজ্ব মাসুম বিল্লাহ, এনসিপি উপজেলা সংগঠক মোঃ শান্ত, আমার দেশ রাজাপুর প্রতিনিধি মোঃ বুলবুল আহমেদ, ডেইলি নিউজ বাংলা ২৪ এর ঝালকাঠি প্রতিনিধি কেএম ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ মিজানুর রহমান, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, সাংবাদিক মাসুম বিল্লাহ জুয়েল, মাসুম বিল্লাহ, মো: খায়রুল আমিন ছগির, ইলিয়াস হোসাইন, মোঃ জাহিদুল ইসলাম, মাহফুজ হোসাইন, মোঃ সিরাজুল ইসলাম রনি, ছাত্রনেতা রফিকুল ইসলাম, সমাজসেবক হেলাল মিয়া ও সৈকত ওলিউল, শাহাবুদ্দিন হাওলাদার, শিক্ষক কাওসার আহমেদ। মানববন্ধনে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।