নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারসংলগ্ন ব্রিজের পাশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ মে) বিকাল তিনটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন ও পথে পথে ঘুরে বেড়াতেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান কামাল গণমাধ্যমকে জানান, “বাজার এলাকার ব্রিজের পাশে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহের খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।”
তিনি আরও জানান, প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করেই হয়তো তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মরদেহটি উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।