স্টাফ রিপোর্টার
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১৩৮ নং দক্ষিণ দীঘির জান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পরও জাতীয় পতাকা নামানো হয়নি—এমন ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিদ্যালয় ছুটি হওয়ার পরও রাত ৮টা পর্যন্ত বিদ্যালয়ের ছাদে পতাকা উড়তে দেখা যায়।
স্থানীয়রা জানান, বিদ্যালয় বন্ধ থাকার পরও তালাবদ্ধ স্কুল ভবনে জাতীয় পতাকা উড়তে দেখে তারা উদ্বিগ্ন হন এবং বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের পক্ষ থেকে সহকারী শিক্ষক পরিতোষ চন্দ্র মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তড়িঘড়ি করে স্থানীয়দের সহযোগিতায় রাত ৮টার পর পতাকা নামান।
জানা গেছে, বিদ্যালয়ের মোট ৫ জন শিক্ষক থাকলেও ওইদিন মাত্র দুইজন উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলা রানি বেপারী বলেন,
“আমি ওইদিন উপজেলা অফিসে মিটিংয়ে ও পরীক্ষার প্রশ্ন আনতে গিয়েছিলাম। বাড়ি ফিরে শুনি পতাকা নামানো হয়নি। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষককে জানিয়ে ব্যবস্থা নিই। বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং আমরা দুঃখ প্রকাশ করছি।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ক্লাস্টার শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ জানান,
“বিষয়টি জানার পর প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
তবে এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. হেনায়ারা খানম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বিকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল বলেন,
“ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”