উজিরপুর প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে
হতদরিদ্র অপুষ্ট শিশুদের পরিবারের মাঝে হাঁস ও নগদ অর্থ বিতরণ করা হয়।
১৫ জুলাই সকাল দশটায় উজিরপুর উপজেলা সদরের মাতৃ মঙ্গল সংলগ্ন ডাক্তার বাড়িতে হাঁস বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভীয়া ডেইজী, সিআরএসএস প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম, এম এন্ড ই অফিসার সিনথিয়া তন্বী, সিআরএসএস পৌর কর্মকর্তা এ্যানি মিতা বৈরাগী,জল্লা ইউনিয়ন কর্মকর্তা সানি বৈরাগী, হারতা ইউনিয়ন কর্মকর্তা মাহমুদা।
এ সময় প্রতিষ্ঠানটি সাতলা, হারতা, জল্লা, শিকারপুর ইউনিয়ন ও উজিরপুর পৌরসভাসহ ৬৬৪ টি পরিবারকে ছয়টি করে হাঁস ও নগদ ৩০৬০ টাকা বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানটি জানান দরিদ্র ও হতদরিদ্র অপুষ্ট শিশুদের পুষ্টির মান উন্নয়ন ও গৃহস্থালি আয়ের উৎস সৃষ্টির উদ্দেশ্য হাঁস ও নগদ অর্থ বিতরণ করা হয়।
মোঃ মাহফুজুর রহমান মাসুম