মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে ২০২৫) ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এসএম মোমতাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর মজিদ।
নতুন কমিটির সভাপতি হিসেবে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু তাহের সিদ্দিক মানিক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন খলতবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল কামাল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
- সহসভাপতি: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মো. মাকসুদুল আলম, বালিজুড়ী উচ্চ বিদ্যালয়ের মো. সারোয়ার জাহান, জিয়াউল হাসান তালুকদার, বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের এ কে এম আমিনুল হক, গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের সাইফুল ইসলাম, নহাটা উচ্চ বিদ্যালয়ের গোলাম গাউছ খাঁন, মাওহা উচ্চ বিদ্যালয়ের মো. ইদ্রিছ আলী।
- যুগ্ম সাধারণ সম্পাদক: গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মো. আব্দুল গফুর, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের মো. হামিদুর রহমান, কবুলেন্নছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মো. হাবিবুর রহমান, মাইজহাটি উচ্চ বিদ্যালয়ের মো. শেখ মজিবুর রহমান, ড. এম আর করিম উচ্চ বিদ্যালয়ের মো. নাজমুল ইসলাম।
- সহ-সাংগঠনিক সম্পাদক: পাছার উচ্চ বিদ্যালয়ের হুমায়ুন কবীর, নহাটা উচ্চ বিদ্যালয়ের সেলিম আহাম্মেদ, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের মো. মোজাম্মেল হক।
- দপ্তর সম্পাদক: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ফখরুল ইসলাম।
- প্রচার সম্পাদক: রুপম রশিদ অপরূপ।
- ধর্ম সম্পাদক: মো. শাহজাহান আকন্দ।
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মো. সাইফুল ইসলাম খান।
- মহিলা সম্পাদিকা: মিশুয়ারী সুলতানা পলি।
- সহ-মহিলা সম্পাদক: কোহিনুর নাহার।
- শিক্ষা সম্পাদক: মোস্তফা হোসাইন আহাম্মেদ।
- তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আবুল কালাম মো. মাসুদুজ্জামান।
- সমাজকল্যাণ সম্পাদক: আজিজুল হক।
এছাড়া, ৫৪ জন সদস্যও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মো. রফিকুল ইসলাম (সভাপতি) ও মো. আবু তাহের সিদ্দিক মানিক (সাধারণ সম্পাদক) নতুন কমিটিকে সাফল্যমণ্ডিত করে গৌরীপুরে শিক্ষক সমাজের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।