মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলায় মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, টেকেরহাট বন্দর থেকে মাদারীপুরমুখী রহিমা ক্লাসিক নামে একটি যাত্রীবাহী বাস বৌলগ্রামে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই শিশুসহ অন্তত ৮ জন গুরুতর আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে গুরুতর অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন—বরিশালের বাউফলের সাকুর শিকদারের স্ত্রী তনু বেগম (৩০), তার মেয়ে সাদিকা (৮), ছেলে সারাব (৩), মামা সোহাগ (৩৫), একই উপজেলার মিজান (৩৮), বরিশাল সদরের কবির হোসেন (৬০), আজিজ (৫৫), কবির (৪৫), এবং মাইক্রোবাস চালক কুমিল্লার মো. মজিবর (৫০)। আহতদের সবাইকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে রাজৈর হাইওয়ে থানার ওসি মো. শেখ আরফ আলী বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।”