শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে নবগঠিত প্ল্যাটফর্ম ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত-এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে শহরের আদিবা কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতে বিশ্বাসী আলেম-উলামা, ইমাম ও মুয়াজ্জিনদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ সংগঠনের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের কো-চেয়ারম্যান আলহাজ্ব ড. আফজাল হোসেন। সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী আশরাফী। সঞ্চালনায় ছিলেন মাওলানা আব্দুল ওয়াহেদ আশরাফী।
বক্তব্য রাখেন মাওলানা জাকিরুল মুনির, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, মাওলানা রিজওয়ান আল কাদেরী, মাওলানা মোরশেদুল কাদেরী, মাওলানা শাহজাদা আশরাফী, মুফতি মুহাম্মদ হামিদ জামাল আশরাফীসহ আরও অনেকে।
বক্তারা বলেন,
“সমাজে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা নানাভাবে উপেক্ষিত। তাদের অধিকার প্রতিষ্ঠা, সম্মান ও ইসলামের আহলে সুন্নাত আক্বীদার প্রচার-প্রসারেই এ সংগঠন গঠিত হয়েছে।”
অনুষ্ঠানে মাওলানা রিজওয়ান আল কাদেরীকে সভাপতি এবং মুফতি মুহাম্মদ হামিদ জামাল আশরাফীকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, যেখানে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের স্থান দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে শপথপাঠ, সালাত ও সালামের পর মোনাজাতের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়।