নওগাঁ প্রতিনিধি:মোঃ হাবিবুর রহমান:
“বৈষম্য নিপাত যাক, ৮০% সিডিউল রেট বৃদ্ধি পাক” এই স্লোগানে ৮০ শতাংশ রেট বৃদ্ধির দাবিতে পল্লী বিদ্যুৎ মিনি ঠিকাদার কল্যাণ সমিতি, নওগাঁ এক ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টায় নওগাঁ শহরের চকবিরাম এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এর ঠিকাদার সমিতির সভাপতি মোঃ মোজাহার হোসেন হিরা।
বক্তব্য রাখেন:
- বাংলাদেশ পল্লী বিদ্যুৎ মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম
- ঠিকাদার মোঃ কামাল হোসেন রিপন
- মোঃ সাজ্জাদ হোসেন
- মোঃ রাশেদুল ইসলাম রাজু প্রমুখ।
বক্তারা বলেন:
বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে মিনি ঠিকাদার প্রতিষ্ঠানগুলো দুর্যোগকালীন সময়েও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে—সিডর, আইলা, করোনা মহামারি কিংবা চলমান বন্যা—সব পরিস্থিতিতেই তারা বিদ্যুৎ সংযোগ সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছে।
তারা অভিযোগ করেন, ২০১৭ সালের পর থেকে কোনো সিডিউল রেট বাড়ানো হয়নি, অথচ এ সময়ে দ্রব্যমূল্য ও সরঞ্জামের খরচ বহুগুণ বেড়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণেও তারা নিরলস কাজ করছে, কিন্তু বর্তমান রেট অনুযায়ী তা আর টেকসই নয়।
দাবি ও হুঁশিয়ারি:
বক্তারা অবিলম্বে ৮০% সিডিউল রেট বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, “দীর্ঘদিনের শোষণ-নিপীড়নের অবসান না হলে আমরা সারা দেশে একযোগে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।”
তারা জানান, ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিনি ঠিকাদার প্রতিষ্ঠান একযোগে এই দাবি জানাচ্ছে এবং এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হচ্ছে।