শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে পুরাতন গাড়ির যন্ত্রাংশের বিশাল বাজার গড়ে উঠেছে। ফেলে দেওয়া গাড়ির খুচরা যন্ত্রপাতি সংগ্রহ করে সেগুলো পরিচ্ছন্ন করে, প্রয়োজন অনুযায়ী মেরামত করে বিক্রি করা হচ্ছে তুলনামূলক কম দামে। এতে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে এই বাজার।
সৈয়দপুর শহরের মুন্সিপাড়া বড় মসজিদসংলগ্ন এলাকা, ছুইপার পট্টি ও ভাংরী পট্টিতে গড়ে উঠেছে প্রায় অর্ধশত দোকান। এই দোকানগুলোতে গাড়ির নাট-বল্টু, আয়না, পাখা, বিয়ারিং, লাইট, টায়ার, বুস্টার, ব্রেকসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ বিক্রি হচ্ছে। এসব পণ্য মূলত মধ্যবিত্ত গাড়ির মালিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার জাবেদ নামের এক দোকানদার জানান, মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। বর্তমানে তিনি অলিগলি ও গ্রামাঞ্চল ঘুরে পুরাতন ও অচল গাড়ি থেকে যন্ত্রাংশ সংগ্রহ করে দোকানে বিক্রি করেন। তার ভাষায়,
“একটা গাড়ি কিনেই সব পার্টস খুলে ফেলি। যেগুলো ভালো অবস্থায় থাকে সেগুলো তেল-মবিল দিয়ে ঝকঝকে করি। বাকিগুলো বিক্রি করে দিই টিউবওয়েল কারখানায়।”
দীর্ঘ ১৮ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত জামাল নামে আরেক ব্যবসায়ী জানান, প্রতিদিন ২০-২৫ হাজার টাকার মতো বিক্রি হয় তার দোকানে।
সৈয়দপুরে এই বাজারে মাসে প্রায় কোটি টাকার যন্ত্রাংশ কেনাবেচা হয় বলে জানান স্থানীয় লোহা ব্যবসায়ী খোকা। তার মতে,
“অনেক গাড়ি ব্যবসায়ী পুরাতন যন্ত্রাংশ কম দামে কিনে নিজেদের গাড়িতে ব্যবহার করছেন। এতে খরচও বাঁচছে, কাজও হচ্ছে।”
বেলাল হোসেন নামে একজন পুরাতন গাড়ি কেনা-বেচার ব্যবসায়ী বলেন,
“নতুন একটি যন্ত্রাংশ যেখানে এক হাজার টাকা লাগে, সেখানে সৈয়দপুরের এই বাজারে তা ৩-৪ শ’ টাকায় পাওয়া যায়। কার্যকারিতাও প্রায় একই।”
তবে বর্তমানে প্রতিযোগিতা বাড়ায় ব্যবসা কিছুটা মন্দার দিকে যাচ্ছে বলে মত দেন জাবেদসহ কয়েকজন ব্যবসায়ী। তবুও পণ্যের মান ও সাশ্রয়ী দামের কারণে ক্রেতাদের ভিড় কিন্তু প্রতিদিনই লেগেই থাকে।