পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় পিরোজপুর বি আর টি এ এর আয়োজনে বাস টার্মিনালে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।
ক্যাম্পেনো লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌফিক আনোয়ার। জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক মাহফুজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাসুম, ট্রাফিক ইন্সপেক্টর মো: মনিরুজ্জামান মনির, মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম, আলিফ আহাম্মেদ রাজিব প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি। গত বছর জুলাই আগস্ট গনঅভ্যুত্থানে পিরোজপুর জেলার পাঁচজন শহীদ হয়েছেন। এদের মধ্যে তিনজন বাস চালক হেলপার ও সিএনজি চালক। সড়কের নিরাপদ চলাচলের জন্যই জুলাই গণঅভ্যুত্থানের ক্যাম্পেনো লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
এর আগে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।