পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে বিএনপি অফিসের সামনে রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ মে) দিবাগত রাত ২টার দিকে অষ্টমনিষা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়সংলগ্ন একটি ক্লাবঘরকে গত আগস্ট থেকে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। গভীর রাতে আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিস ও বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিএনপির অভিযোগ:
অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার রাতেই এ ঘটনা ঘটায় সন্দেহের তীর নিষিদ্ধ দলের দিকেই।”
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, “অফিসের পাশে বিস্ফোরণ ঘটেছে। আমরা আতঙ্কিত। দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই।”
পুলিশের বক্তব্য:
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে ককটেল জব্দ করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে তদন্ত চলছে, দায়ীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।”