বরিশাল প্রতিনিধি:
জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে আমারদেশ পাঠক মেলার আয়োজনে মানববন্ধন করা হয়।
২৩/৪/২০২৫ ইং বুধবার সকাল ১০ টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এ মানববন্ধনে অংশ নেয়।
আমারদেশ পাঠক মেলা বরিশাল জেলার আহবায়ক ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টোর্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ( হিরা), সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ।
বক্তারা অনতিবিলম্ব আমারদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মস্তফা কামালের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। তারা বলেন এই মামলাটি সম্পুর্ন ভিত্তিহীন ও বানোয়াট।
মানববন্ধন শেষে টাউন হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিবির পুকুরের পশ্চিম পাড়ে গিয়া শেষ হয়।
মোঃ জাহিদুল ইসলাম