নিজস্ব প্রতিবেদক:
একজন বাক প্রতিবন্ধী তরুণীকে শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। সে নিজের নাম, ঠিকানা বা কোনো পরিচয়ই জানাতে পারছে না।
বর্তমানে তরুণীটি বাকেরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ জানায়, মেয়েটি মানসিকভাবে সুস্থ দেখালেও কোনো কথাবার্তা বলতে পারে না এবং নিজেকে শনাক্ত করার মতো কোনো তথ্য দিতে পারছে না।
যদি কেউ এই তরুণীকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কিছু জানেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন:
📞 বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) – ০১৩২০-১৫১১৮৬
আপনার একটি শেয়ার হয়তো তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।
দয়া করে পোস্টটি শেয়ার করুন এবং আশেপাশে খোঁজ নিন। মানবিক দায়িত্ব থেকে এগিয়ে আসুন।