মোঃ মামুন মোল্লা, খুলনা ব্যুরো প্রধান:
খুলনার খান জাহান আলী থানার অন্তর্গত ফুলবাড়ি গেট এলাকার মিরেরডাঙ্গা ঘাট থেকে ভৈরব নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বালকের (বয়স আনুমানিক ১৩ বছর) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সেটি টেনে উপরে তুলে আনেন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে খান জাহান আলী থানার এসআই রাহাত ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি নৌ পুলিশকে জানান।
খবর পেয়ে নৌ পুলিশের এসআই রবিউল ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
প্রাথমিকভাবে শিশুটির পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।