মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি):
গাইবান্ধার সাঘাটা উপজেলার হাট ভরতখালী এলাকায় ব্রহ্মপুত্র (যমুনা) নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজে ব্যবহৃত ব্লক পাচারকালে স্থানীয়দের হাতে তিনটি ট্রাক্টর আটক হয়েছে। শুক্রবার (০২ মে) রাতের আঁধারে পাচারের সময় স্থানীয় জনতা সন্দেহভাজন তিনটি ট্রাক্টর আটক করে, যার প্রতিটিতে ৩৫টি করে মোট ১০৫টি ব্লক ছিল।
ঘটনার পর স্থানীয়রা সাঘাটা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টর তিনটি থানায় নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মাহবুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরেই নদী রক্ষা প্রকল্পের ব্লক রাতের আঁধারে পাচার হচ্ছে বলে অভিযোগ শুনে আসছি। আজ জনতার সহযোগিতায় তিনটি ট্রাক্টর হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।”
এলাকার বাসিন্দা জিল্লু মিয়া বলেন, “আমরা অনেকদিন ধরেই শুনছিলাম যে এই প্রকল্পের ব্লক গোপনে পাচার হচ্ছে। তাই আজকে রাতে এলাকাবাসী মিলে টহল দিই এবং ট্রাক্টরগুলো আটক করি।”
এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আটক ব্লকগুলো প্রকল্প থেকে চুরি করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।