কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আহত বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়াকে (২০) হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
মঙ্গলবার (৪ জুলাই) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়াকে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায় ,গত ১৫ দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মুক্তিযুদ্ধা ফিরোজ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হতে চিকিৎসা গ্রহণ করে বাড়ি ফিরে আসেন । খবর পেয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা তার নিজ বাড়িতে গিয়ে সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় দুর্গাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান , দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম সরকার সহ রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।