মোঃ হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আওতায় প্রণোদনা হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ, প্রজেক্টর ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। সভাপতিত্ব করেন আবুল বাসার শামসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু এবং অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহ আলম মিয়া বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। এই প্রণোদনা সরকারের শিক্ষাবান্ধব মনোভাবের প্রতিফলন। বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সরঞ্জাম ব্যবহারে শিক্ষার্থীরা পাঠে আগ্রহী হবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং সরঞ্জাম বুঝে নেন।
এ সময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রাথমিক স্তরে প্রযুক্তির প্রসার অপরিহার্য। সরকার এ লক্ষ্যেই বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তি সরবরাহ করছে।