ফরিদপুর প্রতিনিধি : আব্দুস সালাম মোল্লা
ঢাকার দোহার উপজেলার হরিচন্ডী গ্রামের মৃত মহিউদ্দিন বেপারীর ছেলে ছোরহাব বেপারী ফরিদপুরে জমি দেখতে গিয়ে নিখোঁজ হয়েছেন। গতকাল ৯ মে সকাল সাড়ে ১০টায় ফরিদপুরের চরভদ্রাসনের দিয়ারা ঝাউকান্দা এলাকায় একটি ফসলি জমি দেখতে গিয়ে তিনি নিখোঁজ হন। তাঁর সঙ্গে ছিলেন লিমন নামের একজন সহযাত্রী।
ছোরহাব বেপারীর দুটি মোবাইল নম্বরের একটি বন্ধ এবং অন্যটি সচল থাকলেও পরিবারের দাবি, শেষবার ভাইয়ের ফোনকল রিসিভ করার সময় তিনি অসুস্থ মনে হচ্ছিলেন। এর আগে সৌদি আরবে অবস্থানকালে একবার স্ট্রোক করেছিলেন বলে জানান তাঁর পরিবার।
নিখোঁজের ঘটনায় পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে চরভদ্রাসন থানা পুলিশ এসআই মাহমুদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। মোবাইল কলের সিডিআর বিশ্লেষণে তাঁর অবস্থান চর বৈঠা এলাকায় শনাক্ত হয়।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধার নেতৃত্বে এলাকাবাসী এবং পরিবার ড্রোন ও হেলিকপ্টারের সহায়তায় বিস্তৃত তল্লাশি চালাচ্ছে। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান ১০ মে বিকেলে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ছোরহাব বেপারীর পরিবারের পক্ষ থেকে দ্রুত সন্ধানের দাবি জানানো হয়েছে।