নোবিপ্রবি প্রতিনিধি: জসিম উদ্দিন
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১০ মে) মধ্যরাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয় এই আনন্দ মিছিল। মিছিলটি ভাষা শহীদ আব্দুস সালাম হল থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়। পরে শিক্ষার্থীরা জুলাই স্মৃতি হল প্রদক্ষিণ করে শান্তিনিকেতন হয়ে আবারও শহীদ মিনার চত্বরে ফিরে আসেন।
মিছিলে শিক্ষার্থীরা “নোবিপ্রবির একশন ডাইরেক্ট একশন”, “এই মুহূর্তে খবর এলো—আওয়ামী লীগ নিষিদ্ধ হলো”, “ছি ছি হাসিনা লজ্জায় বাঁচিনা”, “লীগ ধর জেলে ভর”, “নোবিপ্রবিতে খবর দে, ছাত্রলীগের কবর দে”, “মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”—ইত্যাদি বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
মিছিল শেষে শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশ বিরাজ করে এবং অনেকে একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। পরে শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করে নিজেদের আনন্দ ভাগাভাগি করে নেন।