মারুফ সরকার, প্রতিবেদক :
গণহত্যাকারী ও আয়নাঘরের কুশীলবদের দ্রুত গ্রেফতার এবং খুনি হাসিনা ও আওয়ামী লীগের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার রাতে মিরপুর ১৪ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কাফরুল থানা সামনে এসে শেষ হয়। উক্ত বিক্ষোভ ও মশাল মিছিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
নাগরিক কমিটির কাফরুল থানা প্রতিনিধি শাহীন সুলতানা ইতি, এরশাদুল কবীর, শায়েক, ফুয়াদ হোসেন, মাহফুজ, সুমন হোসেন ,ফুয়াদ আহমেদ, বকুল, মোশারফ, আবু সাঈদ,বায়তুল্লাহ আল মামুন।
নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোল্লা রহমতুল্লা। আর ছিলো মিরপুর মডেল থানার প্রতিনিধি।
বক্তারা বলেন,বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার খুব তাড়াতাড়ি করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তা দোসরদের রেখে গেছে। যাদের রেখে গিয়েছে তারাই আজ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। অন্তবর্তী কালীন সরকারকে একটা অনুরোধ করবো আপনারা আওয়ামী লীগের প্রেতাব্তাদের সরিয়ে দিন। আর স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বলছি, আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দিন। আমরা অন্য কাউকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাবো।