সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
সিলেট-ঢাকা মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতু সংস্কার কাজের জন্য ১০ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সোমবার (২৪ ফেব্রুয়ারী) জানিয়েছে,’আগামী ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে ১ মার্চ সকাল ৯টা পর্যন্ত সেতুটি দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে’।
সওজ-এর সিলেট-ঢাকা করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প পরিচালকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের কাজ চলবে। এ সময় বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া,ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটে চলাচলকারী যানবাহনকে সৈয়দপুর-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহারের অনুরোধ করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে আগে থেকেই বিকল্প পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।