শাহজাহান আলী মনন,, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে রিক্সা-ভ্যানের চাকায় শাড়ি পেচিয়ে এক বৃদ্ধা যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১ টার দিকে শহরের প্রাণ কেন্দ্র পাঁচমাথা মোড় সোহেল রানা হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম রুখসানা আক্তার (৫৫)। তিনি শহরের হাতিখানা ক্যাম্পের মুক্তার রং মিস্ত্রির স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুখসানা ব্যাটারী চালিত রিক্সা-ভ্যানে চড়ে বাজার করার জন্য যাচ্ছিল। এসময় পাঁচমাথা মোড় এলাকায় পৌছলে তার শাড়ির আঁচল ভ্যানের চাকায় পেচিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে রাস্তায় পড়ে যান। পরে লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিন্তু পরিবারের লোকজনের ভাষ্য হলো তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। একারণেই সুগার বেশি হওয়ার ফলে তিনি মাথা ঘুরে ভ্যান থেকে রাস্তায় পড়ে যান। ভ্যানের চাকার সাথে শাড়ি বা ওড়না পেচানোর কোন ঘটনা ঘটেনি। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আখতার হোসেন বলেন, আমরা দূর্ঘটনার খবর পেয়েছি। তবে কোন লিখিত অভিযোগ পাইনি। পরিবারের লোকজন লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছে।
শাহজাহান আলী মনন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি