সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী তিনটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ১৪ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গতকাল (বুধবার) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিএনটি অফিসের সামনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। জব্দকৃত বাসগুলো হলো মুন পরিবহন, অন্তরা পরিবহন ও ডলফিন পরিবহন। তবে জাটকা জব্দ করা হলেও বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো শাস্তি বা জরিমানা আরোপ করা হয়নি।
স্থানীয় যাত্রীরা জানান, পটুয়াখালীর গলাচিপা, দশমিনা ও বাউফল উপজেলা থেকে চেয়ারম্যান, কিংস, অন্তরা, মুন, ডলফিন ও বাউফল এক্সপ্রেস নামের ছয়টি বাস কোম্পানি নিয়মিত ঢাকায় যাতায়াত করে। রাতের বাসগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ পরিবহন করা হয়, যা থেকে গন্ধ ছড়িয়ে যাত্রীরা অতিষ্ঠ হয়ে যান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীদের ক্ষোভ প্রকাশ পেয়েছে। এর আগেও মাছ পরিবহনের দায়ে বাস কোম্পানিগুলোকে সতর্ক ও জরিমানা করা হলেও তারা নিয়মিত মাছ পরিবহন অব্যাহত রেখেছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গলাচিপা থেকে ছেড়ে আসা চারটি বাসে ৫-৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ ঢাকায় পাচার হচ্ছে। পরে অভিযানে তিনটি বাস আটক করা হয় এবং প্রায় ১৪ ড্রাম ভর্তি জাটকা জব্দ করা হয়, যা আনুমানিক ১৪ মণ। প্রথমবার বাসগুলো আটক হওয়ায় তাদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে একই অভিযোগ প্রমাণিত হলে উপজেলা ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরিবহনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
—