চাইথোয়াইমং মারমা
স্টাফ রিপোর্টার প্রতিবেদক:
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্খিত ছিলেন রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, ডা, নিজাম উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকল দপ্তরের অফিসার্সবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি সহ সমাজ সেবক সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সর্বস্থরে মহান একুশের চেতনাকে ছড়িয়ে দিতে উপজেলা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রভাতফেরি, পুষ্পস্তবক অর্পণসহ দিবস কেন্দ্রীক আলোচনা সভা করতে স্ব-স্ব সরকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে আহবান জানানো হয়েছে বলে বক্তব্য রাখেন ।