সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদ করায় কৃষক দলের নেতাকে হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের রহিমপুর কদমতলী পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম মেম্বার।
বক্তব্য রাখেন:
- উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খন্দকার
- বিএনপি সদস্য গোলাপ মিয়া
- যুবদল নেতা রবিউল আউয়াল ও আবুল হোসেন প্রমুখ।
বক্তাদের অভিযোগ:
বক্তারা বলেন, সম্প্রতি ধামালিয়া নদীসংলগ্ন জলিলপুর গ্রামে সরকারি জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রির ঘটনায় উপজেলা আহ্বায়ক রাজু আহমদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর থেকে সিরাজুল ইসলাম খন্দকারসহ স্থানীয় নেতাদের মিথ্যা মামলার ভয়, হুমকি এবং সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে।
তারা অভিযোগ করেন, “রাজু আহমদ সিন্ডিকেট গঠন করে বিএনপির পদ-পদবি ব্যবহার করে অবৈধ বালু ব্যবসায় জড়িত। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”
দাবি:
মানববন্ধনে বক্তারা রাজু আহমদকে অবিলম্বে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দিয়ে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
পাল্টা প্রতিক্রিয়া:
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রাজু আহমদ বলেন, “সিরাজুল ইসলাম খন্দকার বিএনপির পদ পেতে চাপ সৃষ্টি করছেন। দলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, কোনো দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই।”
আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি:
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা এবং গোপন তৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সভায় সভাপতিত্ব করেন:
- জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন
- পরিচালনায় ছিলেন সদস্য সচিব জাহাঙ্গীর আলম
প্রধান অতিথির বক্তব্য:
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব বলেন, “একটি মহল বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মব সৃষ্টির অপচেষ্টা করছে। এর দায় বিএনপির উপর চাপানোর চেষ্টা রাজনৈতিক ষড়যন্ত্র।”
উপস্থিত নেতারা:
সভায় আরও বক্তব্য দেন জেলা ও ইউনিট পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ—রায়হান উদ্দিন, সুহেল মিয়া, শাহজাহান মিয়া, ছাদিকুর রহমান চৌধুরী, দীপংকর বনিক সুজিত, মোশারফ হোসেন, মহিম উদ্দিন সহ অনেকে।
প্রতিবাদ:
নেতারা তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে বলেন, “দেশের শান্তিপূর্ণ আন্দোলন দমাতে নানা অপপ্রচার চালানো হচ্ছে, যা গণতন্ত্রবিরোধী।”