সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আহসানমারা এলাকায় যাত্রীবাহি বাসের
সাথে ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়াও
সিএনজির চালকসহ মোট ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন ।
নিহতরা হলেন মোঃ আলী নূর(৩৩) । তিনি সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর
ফিরোজ আলীর ছেলে ও একই গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসন (৩৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে সিলেট বিশ্বনাথ এলাকার ইশবপুর
সাহেব বাড়ী উরস মাফহিল থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার
মোল্লাপাড়া ইউনিয়নের ৫ জন যুবক। সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা
এলাকায় সিএনজিটি পৌঁছলে বিপরীত দিক সুনামগঞ্জ থেকে ছেড়ে আসাএকটি যাত্রীবাহি
বাসের (ঢাকা-ব ১১৮৬৬২) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ২ জন যাত্রী নিহত এবং সিএনজির
চালকসহ ৪ যাত্রীর গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর
হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার আলীনূর ও জমির হোসেনকে মৃত ঘোষনা করেন। প্রাথমিক
চিকিৎসা শেষে গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন একই গ্রামের আলী আকবর(৩০) আমীর আলী(৪০) ও জনি আহমদ(২২)। এদিকে
দুর্ঘটনার শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। নিহতদের দেখতে হাসপাতালে ভিড়
জমিয়েছেন স্বজনরা।
এ ব্যাপারে নিহত জমিন হোসেনের ভাই তারিফ আলী বলেন, আমার ভাইসহ এলাকার ৫ জন সিলেট
বিশ্বনাথের ইশবপুর সাহেববাড়ি উরস থেকে বাড়ি ফিরছিলেন। আহসানমারা এলাকায় বেপরোয়া
বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে সবাই আহত হয়। হাসপাতালে আসার পর আমার ভাই আর আরেক
প্রতিবেশী মারা গেছেন। আমরা ঘাতক বাস চালকের ফাঁসি চাই।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশের ওসি আব্দুর রশীদ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রবণতা
- স্বর্ণের মূল্য নতুন উচ্চতায় পৌঁছেছে
- অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ছে ‘সিকান্দর’
- অভিনয় ছাড়ছেন চিত্রনায়িকা বর্ষা : ধুয়ে দিলেন পরীমণি
- ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার
- নানিয়ারচরে স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
- উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
- মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবস পালন
- সারজিসের বিশাল গাড়িবহর নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য