মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানালেন তরুণ সমাজ সেবক মোঃজামাল উদ্দিন(বি.এ)। তিনি চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রামের কৃতিসন্তান।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে চষে বেড়াচ্ছেন, স্বাস্থ্য সহকারী সেবক মোঃজামাল উদ্দিন।
চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃজামাল উদ্দিন গণমাধ্যমে তাঁর নির্বাচনী এলাকাবাসী তথা সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে বলেন,মধ্যনগর উপজেলার ৩নং চামরদানী ইউনিয়ন পরিষদের আসন্নবর্তী নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ।সকলের স্বার্থে একজন সৎ ও দায়িত্ববান ব্যাক্তিকে নির্বাচিত করা প্রয়োজন।এটি আপনার আমার সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।সেই সাথে ঈদ বয়ে আনুক আপনার,আমার, ছোট বড় সকলের সুখ সমৃদ্ধি ও শান্তির ছায়া।
পবিত্র ঈদুল ফিতর ২০২৫এর বর্ষপঞ্জিতেও শুভেচ্ছা জানিয়ে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের প্রতি স্ব-শ্রদ্ধ সালাম ও আদাব এবং দোয়া কামনা করেন। তিনি আরো বলেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মধ্যনগরের চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে কাজ করে আসছি।আমার নির্বাচনী এলাকার সকল ভাই,বোন, বন্ধু সহ সর্বশ্রেণীর লোকজনের দোয়া/আশির্বাদ ও সমর্থন প্রত্যাশা করছি।