বরিশাল প্রতিনিধি।
বরিশালের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা বকেয়া বেতন ভাতা পাওয়ার জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
১৫/২/২০২৫ ইং শনিবার বেলা ১১ টার দিকে বরিশাল জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে নিয়োগকৃত আউট সোর্সিং কর্মচারী গন বকেয়া বেতন ভাতার দাবীতে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচিতে জাবেদ হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ( বাসদের) বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী।
মানববন্ধনে অংশ নেওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীরা জানান, গালফ সিউরিটি সার্ভিস লিমিটেডের মাধ্যমে তারা নিয়োগ পেয়ে বিভিন্ন পদে কর্মরত আছেন। কিন্তুু বিগত ১৬ মাস ধরে বেতন ভাতা বিহীন অবস্থায় সেবা দিয়ে আসছেন। ফলে স্ত্রী সন্তান দের নিয়া প্রত্যেকের পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছেন। তাই তারা অনতিবিলম্বে সকল বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি করেন।
মানববন্ধনে বরিশাল জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং ভাবে নিয়োগ পাওয়া ৬৪ জন কর্মচারী অংশগ্রহন করে।
বরিশাল প্রতিনিধি