সিলেট ব্যুরো:- প্রকাশ্য দিনদুপুরে ধান চুরি করার সময় বাধা দেয়ায় হামলার ঘটনা ঘটেছে সিলেটের বালাগঞ্জে। এঘটনায় দুইজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে এঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী কৃষক বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের মৃত খন্দকার আব্দুর জব্বারের পুত্র খন্দকার আবুল কালাম (৬০) বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৫/২৫।
মামলায় তিনি আসামী করেন, বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের মৃত দেলোয়ার আলীর পুত্র চঞ্চল মিয়া (৫০) ও ছুরত আলীর পুত্র শিপন মিয়া (৪০)
মামলার এজহার সূত্রে জানা যায়, খন্দকার আবুল কালামের সাথে দীর্ঘ দিন থেকে চঞ্চল মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে গত বুধবার বিকেল ৩টার দিকে কালামের জমির ধান কেটে নিতে শুরু করেন চঞ্চল মিয়া সহ তার লোকজন। এসময় খবর পেয়ে ধান চুরিতে বাঁধা দিলে চঞ্চল মিয়া দলবল নিয়ে কালামের উপর হামলা চালান। এসময় কালাম বাঁচার জন্য চিৎকার করলে একই গ্রামের আব্দুল মতিনের পুত্র নাহিদ এগিয়ে আসলে তার উপরও হামলা চালান চঞ্চল। এতে নাহিদ ও কালাম আহত হন। গুরুতর আহত নাহিদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবুল কালামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রবণতা
- কৃষকের আড়াই বিঘা জমি কেটে দিল দুর্বৃত্তরা
- ১৩২৬ জনের টিসিবির পণ্য ইউনিয়ন পরিষদের জিম্মায়
- কিশোরগঞ্জে তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি, তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ
- নাহিদ ইসলামের তিন দাবি
- বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
- মধ্যনগরে ছাত্রলীগ নেতা রানা গ্রেফতার
- ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
- চট্টগ্রাম বন্দর হস্তান্তরের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার মানববন্ধন